আমার দু'ধারে আজ সেঁতু দোলে
মাথা চুঁইয়ে নেমে যায় ঘাম
করোটি ধরেছি আজ মহাসুখে
কাঞ্চণজঙ্ঘায় শিরোনাম !


পথে আছে কেয়ুর বিছানো রাজাসন
শুয়ে আছে প্রেমের মণিষী
নক্ষত্রিত রাজোদ্বারে উদ্ঘাটন
অমরাবতীর রবি, শশী !


তোমার পতাকা তলে দেহভার
ভারতমাতার শবাসন
লজ্জা বলে হা প্রিয় তোর ক্ষুধাভার
বিশ্বত্রাতার স্কন্ধে ধরিলাম!


জগতের বিশাল মায়েরা ক্ষুধাতুর
পথে যার অগাধ সরঞ্জাম
দেহ আর পেটের মিছিলে সৎকার
তোমার আমার মধুযাম !


জয়ের নিশান উড়ে পৃথিবীর
আমি তার লেহিত ধ্বজায়
রক্তবীজ বুনে যাব মনিষীর
প্রিয়তার পায়ের তলায় !