আজ যেন রে বেদন বুকের মাঝে
সুখ জেগেছে চামচ বাটির সাজে
জাগছে কোনও প্রবাদ প্রতিম টেউ
পা' রেখেছে মনের দ্বারে কেউ
ছড়িয়ে যেন খেয়াল খুশির আলো
চোখ ঢেকে সে দেদার টলোমলো l


আলতো ছুঁয়ে উড়িয়ে দিয়ে আঁচল
চলছি যেন আনমনে কোন দূরে
গড়গড়িয়ে ঘিরল মনে বাদল
কোন্ সকালের টাটকা গাঁথা মালা
পথের পরে লুটিয়ে কাঁদে ভূঁয়ে
কার হৃদয়ের গোপন আলো জ্বালা


সুখ ইদানিং টচটচে এক যাপন
বাইরে এর এক জগৎ আছে চুপে
গহ্বরে তার হরেক সিংহাসন
উদযাপন আর সজ্জীবনের স্তূপে
খিড়কী গুলোয় খিল এঁটে প্রস্তুত
হরেক রাজার হরেক সম্ভাষণ l


দাঁড়িয়ে আছে মধ্যিখানের চরে
আনকোরা এক লজ্জাবতী ঢেউ
আঁজলা ফেলে জাল বেছোনোর ছলে
গুটিয়ে তরী গা' ঢাকা দেয় কেউ
রোদ মুখে তার ভরন্ত রোদ্দুর
গা গতরে জ্বরের সমুদ্দুর ___ l


কোথায় যাবো কোনখানে বিশ্বাস
বুকের ভেতর একশোটা নাগপাশ
ভাবছি কেবল কে এল রে দ্বারে
কে যেন রে জাগায় দূরাভাষ
সবকটা মুখ আনকোরা এক সারে
খলবলিয়ে গাইছে যেন কে রে l


আজ যেন রে আপন হবে কেউ
খুব গোপনে যত্নে লিখে রাখা
প্রথম স্বরের প্রথম হৃদয় ক্ষতের
আঁচড় কাঁটা সাগর জলের ঢেউ
হৃদয় মেলে সাজিয়ে রাখি ডালা
শাপলা চিবুক একান্ত এক সই l