যাবে যাও সম্পূর্ণ নিজের মত করে
একটু একটু নয়
একেবারে যাও।


নিয়ে যেও বসন্তের বেলা প্রদক্ষিণ পথে
যতটুক সরঞ্জাম আছে ,ভালো লাগা
প্রহরের তালু ঘেষে যতটুক সুখশান্তি করেছি অর্জণ
সবটুক নিয়ে যেও চলে
অনির্দিষ্ট পথে ।


চেয়ে চেয়ে দৃষ্টি ক্ষীণ,
পথগুলো অবসন্ন হলে
ঝঞ্ঝা প্রলয় দ্বারবন্ধ আসন্ন রুদ্ধতা
একাকী এ মরূভূমে তপ্ত বালুকা
ফিরোনা পেছনে ।
যেও বরাবর চলে,নিজের মতন।


রেখে যাও ঝোলাঝুলি
যা কিছু সম্পদ, যত কিছু কথা আর
বৃথা সমন্বয়। দু'ছটাক মধুমোহ
দু'কদম পথ, ও সম্পদে মুষ্ঠি ইজ্জত
আব্রু হয়ে আছে, কেড় না সে
ইহ্ টুক্ যাও পিছে চলে


ধ্বংসস্থূপ লীলাক্ষেত্রে ছেড়ে
চলে যাও
বরাবর নিজের মতন।