বন্ধ মনের আঁচল পেতে ঘরে
মুখগুলো আজ প্রবল পরাক্রমী
একলা ঘরে উদাস সাজায়কেউ
ডোরবেলে আজ মুক্তি ঝড়ে পরে


শরীর সাজায় আরেক চিরভ্যাস
রাতগুলো আজ গুলাব মিঠা রং
মন হেঁটে যায় মনের কাছাকাছি
শরীর এখন প্রেমের উপন্যাস।


গানের কাছে মুখিয়ে থাকে কেউ
উদাস গাঙে ভাঙা গড়ার খেলা
কিছু সকাল আঁধার ঘনায় ভেবে
সব জীবনেই হার জিতেরএই ঢেউ


সব জীবনেই কোহল ধরায় নেশা
কেউ টলে কেউ অটল জীবনভর
ঝাপসা কোথাও উল্টো প্রতিকৃতি
সব আদতেই মহৎ হবার পেশা।


ভাত কাপড়ের মান গিয়েছে বেড়ে
দম্পতিদের কোলে আলোর ধুম্
একলা যারা খুঁজুক বালি খুঁড়ে
ফল্গু কোথায় আছে শেকড় জুড়ে........