রেলে মাথা,জলে ডোবা,গলায় ফাঁস তো
এখন সেকেলে।
ঠায় দাঁড়িয়ে
লম্বা ব্রীজটার প্রশ্বাস
দম ফুরোলে নত হবে বলে
গতিসূত্রের ধারায়
এক পা ঝুলিয়ে রেখেছে
বাকি পায়ের খেসারত এখন জামাত সূত্রের
দড় কষাকষি ।


গেট বন্ধ


এ-ই জন্ম এ-ই মুক্তি
স্বর্ণপ্রভা মনের ভেতর , প্রতিক্ষণ রত্ন অন্বেষণ
বাধা ঠেলে আবর্তিত
ওঠা নামা শুধু ,বারংবার ব্রম্মান্ড দর্শন !
এ আবেগ এ পূর্তি
জাগতিক আরেক 'আমি'র প্রতিস্বর
উন্মুক্ত খননে
পরমার্থ নাভিমূল শব্দ অর্থ শ্লোকের ভেতর !
কেবলই সন্তরণ !