চতুষ্পার্শে কথাদের ঝনঝন
কারা যেন ত্রাণ কার্য সারে
ত্রিবর্ণে সেজেছে মাঠ উপবন
ছল্কে উঠেছে কথা বাহারে  


কোথা থেকে এল এই কথা
ওকে কেন খেল প্রশাসণ
অরক্ষিত ফেলে গেছে প্রথা
খুঁটি গেড়ে মেরেছে যৌবন


ওই-ই কেন জলাঞ্জলি হল
উঁকি দিয়ে বাহানার বেলা
বৃদ্ধের করোটি জঙ্ঘাতে
শকুনির ঘুঁটি পাশাখেলা।


ছোঁ মেরেছে কালের শিশুর
আড়ালে ফলেছে লেহ মায়া
কথায় ছেয়েছে শুধু বৈভব
জোতদার মেছুরের ছায়া


অনুচ্চার ইষ্ট দাবি দাওয়া
দিকে দিকে ভ্রষ্ট প্রতিশ্রুতি
কথাদের জাল বুনে যাওয়া
সুষ্ঠ এক যুগ্ম পরিস্থিতি


চক্ষু বোঁজ ওহে অভ্যুদয়
সমুখের বিদীর্ণ জনগন
উহাদের অচ্ছুৎ বলেছে
প্রাক্কালের জবর উন্নয়ন


"""""""""'""""""""""""""""""""""""""""""""""