চলে যাবি বলে..........
কত ছুতো,কত অজুহাত
আড়ালের সিক্ত অঞ্চল
হেরে তবু ফিরে চাওয়া
কত প্রশ্ন কত ফরিয়াদ।


গড়ে ফের ভেঙে ফেলা
একদিন সব স্মৃতিগুলো
দূরে যেয়ে ফিরে আসা
যেন কার অবিরাম খেলা।


যত ছিল আলাপ প্রলাপ
যাবতীয় ঋণ্ লেনদেন
হাসি গান মধুর যাপন  
বারো মাস গনেছে হিসেব।


মিছে চাওয়া তবু ফিরে
যেন কার চিহ্ন ঘিরে...
ঘুঁচে গিয়ে জন্মের দায়
বারংবার ফলেছে বিদায়।


তুই বুঝি এলি গেলি
গন্ধ রেখে নুতনের শত
জীর্ণ বলে দিলি ছুড়ে
ছেড়া ঐ পুতুলের মত...........


( নুতন বছরকে স্মরণ করে )