গণতান্ত্রের ব্যাখ্যা লিখেছে দেওয়াল
আমরা ভেবেছি উন্নয়নের বয়ান
নাগরিক সাজে বোধহীন চলাচল।


খিল্লি দিয়েছ হজম করেছি প্রচুর
বুকে জমে আজ জগদ্দলের শীলা
রক্ত শিরায় ভাঙণের ঋণগুলো
বোধের গোড়ায় জাহান্নমের আঁচড়


বাঁচার দুয়ারে দু"মুঠো পাথর দেখে
ভেবেছি যাবৎ পারিশ্রমিক পাওয়া
আসলে ওসব হাত বদলের খেলায়
ফেস্টুনে বেঁধা অধিকার ছিনে নেওয়া


বোঝানো হয়েছে গণতন্ত্রের মানে
ত্রিশূলবিদ্ধ নিরাকার নরনারী
সংজ্ঞা খুঁজেছি জমায়েত ময়দানে
সংজ্ঞা খুঁজেছি ভাষণের শ্লোগানে


নিয়মের ঘাঁটি টুঁটি চেপে সজ্জন
চেয়ারে বসেছে সম্মুখ সমাহার
লিখেছে সংজ্ঞা ক্ষমতার স্বাক্ষরে
আমরা ভেবেছি নিখাদ উন্নয়ন


প্রগতির ঘিলু বদলে দিয়েছে যারা
অজ্ঞানতার ক্ষমাহীন অবরোধ
আমাদের ঘরে সংজ্ঞা লিখবে কবে
প্রকৃত সমাজ খাতে যার স্ব-বিরোধ


গণতন্ত্রের বন্ধ্যাকরণে যেহাদ
জন্ম দেব না উচ্চাভিলাষ শিশু
সম বন্টনে নেশাখোর গলাগলি
গড়েছ কবর মানবাধিকার ইস্যু


ডুলের মাশুলে সুদের পাহাড় গড়ে
দুধে ভাতে আছো ভ্রান্তির জনগন
বিরাট প্রাচীরে কানাঘুষো সব ঢেকে
দু"আনা ছড়ায় পূর্তির প্রতিদান।