মিথ্যে করে
আসা যাবার ঘটা
ঝলসে ওঠে দুর্দিনের ঐ মুখ
আগুণ ফলায়
তীব্র খড়ার কাল্
তার আদলে আমরা যে উন্মুখ


দাঁড়িয়ে থাকে অসংখ্য সংলাপ
রুদ্ধ বাকে অনন্ত সঙ্গীর
প্রলোভনের আগু পিছু কেবল
ঘুঁটির চালে প্রাণান্ত তদ্বির।


জ্বলতে থাকে অনঙ্গ বুক চিরে
দেশের দশের বৈষয়ীকি মা
জগৎ ঘুমায় জগদ্দলের খাতে
মা'র আদলে আমার ভেতর মা'


মিথ্যে দিয়ে প্রলোভনের ঝাঁপি
নাকের নোলক ঝুমকো কানের দুল
ভেতর থেকে জাগায় টেনে কে গো
মায়ের চোখে আমার দু'টি আঁখি ।


মিথ্যে করে কেবল আসা যাওয়া
মুখ ফলেছে মানুষ নামের মানে
বাঁচার নামে ফসলে মুখ ঢেকে
মানুষ নামায় জমিয়ে অন্ধকার l