বিচ্ছিন্ন পাতার মত ছড়িয়ে পরছে
১৯৪৭ আমাদের প্রেক্ষাগৃহে ,
অলৌকিক মন্ত্রবলে বাহাত্তরকে উপেক্ষা করে
আরো কিংস্টোন, লর্ডদের উত্তরাধীকার
ঢেকে ফেলছে মনুষ্যত্ব ;
ত‍ৎপর হয়ে মনীষীর জতুগৃহে
জুড়ে দিয়েছি বৈদেশিক সূচী
১৫ আগস্ট তোমায় ধরে আবার উঠব বলে
লং মার্চ,টেবিল বৈঠকে
ভাসিয়ে দিয়েছি নথি
অস্তিত্ব উদ্ধার হয়নি বলে
আবার আমরা ব্যসার্ধের স্রোতে
ভাসতে চাই,কেড়ে নিতে পারিনি বলে
আবারো অস্ত্র চাই,
অপর্যাপ্ত সহিষ্ণুতা
গঙ্গা থেকে হিমালয় পর্যন্ত
অপার বিপ্লব ।
আর গৃহ নয় মনিষার মদিরাশ্রু,
মাথা ঢেকে শীর্ষ উষ্ণীশে
এবার হিন্দুস্তানের কন্ঠরোধ,উঠুক
পাক্ চক্রের সশস্ত্র আওয়াজ |


*********   *********