হ্যাঁ..........


চুল্লি অবধি বৃত্তান্তের ধ্বসে
বসে কলমকার I


চুল,দাঁড়ি,কিডনি নিরীক্ষায়
গুপ্তহত্যার বীজানু বংশক্রম,
কাঁটাছেড়া,জোড়াতালি ঢেকে
চেঁচিয়ে বললাম
" হ্যাঁ হ্যাঁ......


আপনিই বলুন
সীমান্ত থেকে পদ্মার নাভীমূল
রক্তমাখা একাধিক ছুরি
আর অনাবৃত যোনিদ্বার ঘিরে
অনর্গল কূটকাছালি.....


কোন প্রমাণপত্র ছাড়াই
হাতে নাতে ঘেরাও সশস্ত্র ওরা
একই মন্ত্রে উদ্দীপিত


পাশবতার দেওয়ালে সেঁটেছে
য়্যুনিভার্সিটি'র জটিল সন্তাপ


এক্ষেত্রে
বিধাতাও নির্দোষ,পাথরের বদ্যি রেখেছেন
কাঁটাতারে পুরে
শুধু ফ্যালফ্যল্ চেয়ে নৈবেদ্যর থালে


হ্যাঁ হ্যাঁ ওকে,ওকেই হাঁড়িকাঠে
হা ডু ডু শৈশব,বেলাতটের খুনসুটি বেয়ে
এইবারে
সংঘের প্রদীপ জ্বালতে
নৈবেদ্যে সাজাতে
উঠে আসে স্তনাগ্রের স্রোত


হ্যাঁ  
সাক্ষ্যের দেরাজের ছুরিগুলো....


হাত বেয়ে একরাশ
জামদানী,কামরাঙা,জরিপাড়,হ্যন্ডলুম,জারদৌস
হুড়মুড়িয়ে কাঁধের ওপর


ছুরিরা লুকোলো কোথায়...........