সবহারানোর
দিনগুলো ___


সেদিনগুলো হাতছানি দেয় খুব
পাঁজরগুলো রক্তে যেদিন লাল
বাঁধ মানেনি বঙ্গ নামের ঢেউয়ে
ঘর দুয়োরে লাশের বেসামাল !


ছিনিয়ে নিল স্বাধীনতার বহর
লুটিয়ে দিয়ে ধ্বংসাবশেষ লাশ
কার্তুজে ওর ঈর্ষা দ্বেষের জেহাদ
সে হাত জুড়া বিদ্ধংসী উল্লাস !


মুজিব নামে মানবতার ঢেউয়ে
আঁচড় নখর হিংস্রতা আর গালি
মাখিয়ে যারা খুনের রক্তে লাল
মুখোশ সাজে ভন্ড পদাবলী !


ছিনিয়ে নিল শেষ আঁচলের পাড়
সিঁথের সিঁদুর সুখের গৃহকোনে
একফালি সেই সুখ দু:খের দাও
বিকিয়ে আছে নি:শেষিত ক্ষণে !


নৃশংস ঐ অমানুষের স্বভাব
বদলালো না অসংখ্য মৃত্যুতে
বোমা বারুদ কার্তুজিত হাতে
মানায় কিরে কাব্য লেখা শ্লোকে !


নিসপিসিয়ে এ বুক জ্বলে দেদার
জ্বলন্ত বুক আগ্নেয় উত্তাপে
মশাল জ্বালি স্বাধীনতার নামে
পুড়িয়ে মারি জ্যন্ত দানবগুলো !