আজ যখন উদাসী হাওয়ায়
নড়বড়ে ভিত্
ঘরবার এক করে শুধোয় " আছো কেমন "
বুকের পাটা কই ঘাড় বেঁকিয়ে
জানান দিই -
চাগান দিয়ে ওঠে বুকের ব্যামোটা
জানো বুড়োটা সেদিনও ঠায় -


চুলে সোনালী রশ্মি
বেতো হাঁটু টানতে টানতে
ধরে ফেলি চেয়ারের ঐহিক
হাতল -


আজ যখন হৃদয় কাঁপিয়ে জানান দেয়
অস্তাগমের প্রহর, সশব্দে বেঁজে ওঠে
সময়ের ভিত্ -
সমুখে দাপিয়ে বেড়ায়
টগবগে নবীন ঘোড়াটা -
জীন হাতে কেঁপে উঠি


উঠে গিয়ে
রঙীণ মেলায়, ফিরে আসি
পাশ কেটে
চলে যায় কৃতার্থী, মেরুদন্ডে
প্রকট বাতাস - কম্প এড়াতে
হাত ধরি বুফেলার কোটের পকেট।


ভাবিনা এখনও
মিহি কাপ লাঞ্চ প্লেট সহ সরঞ্জাম
শোনে সবটুক
দ্যাখে বোঝে ভাবেও সঠিক
শুধু খোঁচা দেয় ঠেকাঠেকি হলে!