চে তোমার বাহুডোরে আজ
জন্মের পরাজয়
সীমান্তে কাঁটা ব্যপক দুরাশা
সমুখে অনিশ্চয়।
যেদিকে তাকাই মৃত্যুর ছানি
রক্ত,গঙ্গাময়
চে'র কাছে আজ বলিভিয়া চেয়ে
শঙ্কার ধারা বয়
মৃতের বাসায় মৃত্যু ফেঁদেছে
কালো থাবা দশ হাত
ভোল্টের তারে ক্ষত গেঁথে আছে
পুরানের হতাহত্
মানুষ জাগেনি জেগেছে কালের
দ্বন্দের ইতিহাস
কফিন বন্দী শিশুরা ফিরেছে
ভাগ্যের পরিহাস।
রক্তের ধারা শমন বয়েছে
চিরতর ব্যবধান
চে তুমি পারোনি ঘাঁটি দুর্গের
মানুষ হবার দাম।
খাঁড়াটা দুলছে শত যাপনের
মধ্যের কাঁটাতার
কত শহীদের হৃদয় গেঁথেছে
মৃত্যুর হাহাকার ।
ফুলেরা ফোটেনি মঙ্গল ঘট
আজো পরে অছে ফাঁকা
চে'র ভাঙা স্বর ইতিহাস হয়ে
ভয়ের কাহিনী রাখা।
দড়িটা দুলছে আড়ালে দাঁড়াও
পরাহত অধিকার
নিষেধ রয়েছে শত্রু শিবিরে
প্রেম,প্রীতি লজ্জার ।
কবিরা লিখেছে গল্প,কাহিনী
দ্বন্দের সংঘাত
মাঝে কাঁটাতার রক্ষী সবার
শান্তি উতখাৎ।