লন্ঠনটি তখনো মায়ের পিছু পিছু
আমায় পথ দেখায়
উপচে ওঠা কৌলিন্যের ঘাম মুছতে মুছতে
ঘোর নিশির কবলে কখনো
আমি কখনও মা'


কন্ট্রোলের তেলচিট দশ টাকার জনতা শাড়িটা
_এই ছোপ জাতীয়,এই পূঁতিগন্ধ বর্জ্য সবটাই জাতীয়
_এই বস্তি কুড়ে আটচালা টালি ঝুপড়ি
_সব সব


তৃতীয় বর্ণের পর
সবটাই জাতীয় মানচিত্রে আঁকা
তখনো আমরা নিচেই ছিলাম
সমাজ নিষ্কাশণের ঘানি টানতে টানতে
গলায় ঝুলিয়ে দিলে দাসত্বের
তাত্ত্বিক বেড়ি,মাথায় ওংঁ মন্ত্র আর চন্দন পরিয়ে
ওদের ওঠালে দেবতার পাশে


চতুর্থ দিনে যখন চোখ মেললাম
কেউ নেই পাশে,
একরাশ আবর্জণায় সেঁধিয়ে চলেছি কোথায়
ক্রমশ: মায়ের মত অনেকে
সেই তেলচিট্ দশ টাকার জনতা শাড়িটা


বুক উঁচিয়ে দাঁড়ালাম সমক্ষে
এ আমার জাতীয়তাবাদ
এ আমার আন্তর্জাতিকতাবাদ
এ আমার জাতীয় শান্তি অহংকারও বটে___।