দু ' এক টুকরো ইট ছুড়েছিল
কেউ, জানলার সার্শি বয়ে সটান বেডরুমের
ল্যোকাল গ্যালারীতে -
প্রিয় বেছানো শয্যার সবটাই জানা
কেবল দাগ ছোপ রইল পরে
কুচো পাথরে তখন বিদ্ধংসী ইনিংস খেলছেন
পরমাত্মার বিপ্রতীপেরা -
প্রাঙ্গণ ভেবে কে দিয়েছে নিষেধ টাঙিয়ে
একমাত্র চৌকাঠ
আর শয্যাটুক নিয়ে আমার
টিঁকে থাকার জারিজুরি।
মুখ ফিরিয়েছে গামছা,কাপড় কবেই
তেল,ঝুল,কালির দাপটে
জীবটাকে আজব মনে হয় নিজেরই
উচ্চতা মাপি দরজা,কবাটে
টিটকিরি দেয়। কত জনমের পর
অনাহূত ফেরত এসেছি যেন , চলে যাওয়া পথ ছিল
ইট,কাঠ আঘাতের শত ফর্মূলা , কে যেন
ধরেছে হাত বলেছে - এখন ই ?