মাত্র একবার তার কেঁপেছিল চোখ
পড়ন্ত বিকেলে, ধরা পরেছিল মুখ


উসখুস ভুল ভ্রান্তি মনে উদাস দৃষ্টি
কলম আঁচড়ে তার ছায়াবৃত স্মৃতি


নগরের পথ ধরে চলে যাওয়া তার
অকস্মাৎ তারাদের খসা আবিষ্কার


অনেক তারারা ছিল অন্য কিছু তার
বিকেলের পট জুড়ে অনন্য সম্ভার


শেষ তুলি কাঁপা হাত বাহানার জেড়ে
রেখে গেল সেই কথা, পটের আঁচড়ে ।


থাক তবে মিথ্যেটুক রহস্যে আবৃত
লয় হোক ক্ষয় যত চিহ্ন প্রশ্নাতীত।