এ হাতের ক্ষতে বর্ণ ছুয়েছি দ্যাখো
টুঁটি চেপে ধরে সত্য মিথ্যে‌ যাচাই
মশাল আলোয় পথ চিনে চলি আজো
মিথ্যে আঁধারে সত্যের পথ ঢাকো !


মেকি রসমের পরকীয়া নজরানা
কায়েম করেছ মিথ্যের কারসাজি
কতদিন বল আরো কত দিন পর
গর্জে উঠবে অধিকার পানিদানা !


স্বদেশ আমার স্বাধীকার আমারই
সততার ঋণে জীবনের বনিয়াদ
ক্ষুদ কুড়াময় ক্ষুন্নি আধার বলেকি
কষ্টতে থাকি নেই কোন ফরিয়াদ !


এ মনে রয়েছে সততার উচ্চার
ঘনীভূত মেঘ ঝঞ্ঝার দাবানল
যতই আসুক ঢাকুক প্রবঞ্চণায়
অক্ষত হৃদে,সত্যের উচ্চার !