তোড়ণদ্বারে জমিয়ে অন্ধকার
ফিরছে কারা মহামানব নামে
পাথর সাজাই আগুণ জ্বলা বুকে
ভাঙছে হৃদয় মহান আবিষ্কার ।


যুগের নামে এগিয়ে রাখি জীবন
পেছন থেকে ছুড়ি কাঁচির হূল্
চোখ বুঁজে যায় মহান ঘুমের নামে
হৃদয় ভাঙা মুখের হুলস্থূল ।


গড়িয়ে চলি মন খারাপের বেলা
দু'একটা গান অবুঝ হেলাফেলা
কে আসে যায় মনের তরী বেয়ে
গান ফেলে যায় উদাস সময় ছেয়ে।


কুড়িয়ে রাখি পাপড়ি রেণুর ঘ্রাণ
দূরে কোথাও জুড়ছে মনোরথ
চৈত্র এসে ঝড়িয়ে দিল সব
পথ জুড়ে তার শুধুই অধিষ্ঠান।


এলিয়ে আসে জানাশুনোর বেলা
সে যেন এক প্রদেশ পরষ্পর
মুখগুলো কার কে যেন রে আমার
আড়াল হল যতেক প্রতিকার ।