চলছি কোথায় থামব কোথায়
পথের কোথায় সেই নিবাস
ওঠা নামার কোনখানে হায়
ঘনিয়ে আমার শেষ নিঃশ্বাস।


আবোল তাবোল কিংবা পাগল
না'হয় আমার আখ্যা হোক
দিনগুলো নয় ক্লান্তিকর এক
ঘোর তমসার বৃত্ত হোক্।


কলঙ্ক ছাই না'হয় ঢাকুক
এই প্রতিকার পথ রয়ে
সুখ্যাতিরা তোমায় রাখুখ
থাক্ প্রতিক্ষণ মান্ হয়ে।


থাকনা অমন ধূসর ধূলা
আড়াল করা এই আলোক
দৃপ্ত নাহয় তোমার চলা
আমার না'হয় মর্ত্যলোক।


নীরব থাকুক এই অবসাদ
তোমার না'হয় ঢেল্ প্রচুর
ভ্রান্ত থাকুক এই অবসর
তোমায় ভরুক আশীর্বাদ।


এই গতিপথ নিস্ফলা হোক্
থাকনা আঁধার সব প্রভাত
রাঙিয়ে তোমার ঋদ্ধ আলোক
বিজয় আসুক হোক্ সুবাদ।


নিন্দিত থাক্ বাদ প্রতিবাদ
ঘর তোমাদের পূণ্যি হোক্
বিষাদগুলো আমারই থাক্
বনধু হয়েই চির অটুট।


পথটা আমার আমি পথের
এই নিদারুণ সত্য হোক্
তোমর আগল অটুট থাকুক
আমিই নাহয় উটকো লোক।