জীবন কেবল রেখে যায়
একমুঠো স্নায়বিক ধূলো, উষড় মরুর ক্ষেত আর
পরিপাটি পাথর যুগের দায়ভার
আকালের শূণ্য ঘটি বাটি, একরাশ ক্ষুধার্ত প্রহর
বুঝে নিতে কেটেছে সময়
একচ্ছত্রে চলে গেছে দিন, জমে জমে
হা হুতাশ যখন বুঝেছি
গোলাকার জ্যোৎস্না হয় বুকে,পলাশের রং মেখে
জেগে ওঠে প্রিয় সংগীত
কুড়ি ধরে, প্রস্ফুটিত গাছ
প্রতীতিরা জাগে ,ভালোবাসা ঠেলা দেয় খুব
অক্ষরে তান জুড়ে লহরীরা
শীতল বক্ষভার গলা চুঁয়ে বলে যায় নেই,নেই
কোন তৃপ্ত পানীয়
খড় কূটো মাসুল দিয়েছে
বারংবার এভাবেই ক্ষীরের পুতুল
খেলে যায় উদবৃত্ত থালে
নিবৃত্তি ঘটে না শুধু বিম্ববতী প্রদূসন জলে
খেলা করে উদ্বৃত্তের দল,মুষ্টিমেয়
স্নায়বিক কালে শুধু
কোনমতে বেঁচে থাকা নিঃস্ব খুঁটি ধরে___I