বৈষ্ণব চলে গেছে দূরে
আমি আজ আকাশ ছুঁয়েছি
কথা দিয়ে চলে গেছে ওরা
আধো বলা কথা শুধু ওড়ে।


বলেছিল এবার উৎসবে
পুরোটা শুনিয়ে দিয়ে যাবে
সে তখন গুটিশুটি ছেলে
আমি ওর প্রথম অনুভবে।


না রাখা সে কথাদের কাছে
অভিযোগ জমা হয়ে আছে
বলেছিল মেঠো সুর তালে
খুব করে গেয়ে দিয়ে যাবে।


কথা দিয়ে চলে গেছে বেলা
হয়নি যা কিছু আছে থেমে
ফুরিয়েছে দেওয়া নেওয়া সব
দায় নেই কারো পথ চলা ।


প্রেম হবে কথা ছিল হঠাৎ উধাও
কাজের ফাঁকিতে শুধু খাবি খাও
জীবন বলেছে দেবো অন্য উপায়
মরণএসে দোরগোড়ে চরণ ঠেকায়।


কত কথা শব হয়ে পথেই ফুরায়
কাটাকুটি খেলা হল কত অছিলায়
মরা কথা,বাঁচা কথা,অন্তিম কথা
না রাখা কথার ফল মৃত্যু ঘটায়।


...................................................