অবশেষে জ্ঞান এল
সেবালয়ে নয়
কোন পালঙ্কে নয়
না না পথে ঘাটে দেবালয়ে নয়
এল ঠিক লোকালয়ে!
তিনহাত ভূমে
বিপন্ন ক্ষুধায় এল নিরন্ন বেলায়
প্রতিশোধে এল ঠিক
হা' ভাতের বেলায়!


পাতে এল এঁটো কাঁটা, কাগের খোরাক
অবেলায় এলো তাও
নিধন উত্তাপ !


কে কাকে খোয়াবে
খাবে না খাওয়াবে, আরো আরো ঢের
ভর্তুকি ক্ষুদ কুড়া ধনী মোচ্ছব
অগনিত পিছু তার
চোষ্য উৎসব!


এইবেওয়াশ
কে আছিস, স্বদেশ বিদেশ
কর্নিয়া যকৃৎ হৃদযান্
যুযুধন টাকার থলেটা, মশা মাছি খাদকের
জবর দখল.....