সব ব্যবধান মনের কোনাকুনি
ছড়িয়ে রাখে এলো উপাখ্যান
আবার কিছু জমা খরচ খাতে
বিছিয়ে আছে অকূল সন্দিহান


কেউ বলেছে হরেক কথাকলি
বিষাদ ঝেড়ে সন্ধিতে সার্থক
কোথায় সেতার পঞ্চ গায়কীতে
মন ধুয়ে যায় জীবন স্বর্গারোপ


সেই ব্যবধান মনের সোজাসুজি
আঁধার করে সব জীবিতের ঘর
মানুষ ভেবে গড়িয়ে চলা সভায়
কে কার আপন সবটা সত্যি নয়


মিথ্যেটাও মদির রসে আজব
ছাড়িয়ে খোসা বিভিন্ন অন্তর
কেউ বলেছে এ অপবাদ ভুঁয়ো
সব ঘরেরই সমান তেপান্তর


জাগছে কোথাও সোহাগ সমর্পণ
কেউ খুঁজেছে প্রিয়ার স-নির্যাস
এ ঘর ও ঘর খিল আটা সংহার
আজন্ম কেউ ঘরের পরিহাস।