জানলেই না,এইতো পরিধি
এইখানে ঘৃতাহুতি হয়
উপাসনা হতে হতে হোম যজ্ঞ
হেমাগ্নি আগুণে
এইখানে
শাঁখ ধূপে পটে বসে তিনি
ভক্ত রসে সিঞ্চিত হলে
আহুতি শালায়
হাঁড়িকাঠে নরমেধ জারকের রসে
দাউ দাউ
রমনেয় স্তুতি............


        খ
দড়ি খোঁজ কেন ?
আগুণের সাথে বোঝাপড়া ?
বিষের সমুখে
এত যাতায়াত
জল চাই,ভরন্ত থালে
দিতে এলে শাঁখের করাত ?

          গ
ক্ষয় ক্ষতি বাদ দাও
হিসেব কোষ না
সেও দেখি নিশ্চিন্তে ঘুমোয়
পরশু'র বিছানোয়
বৌ হারা শয্যার খাটে........


           ঘ
নেঙ্গটে কি থাকে ?
তিনফোটা পরমায়ু,জারকের রস
ন্যঙ্গটহীন আমি তুমি
ধরে নাও ........


             ঙ
সে নিয়ম এখনও রয়েছে
অবিকল মেনে নেওয়া যায়
খুব কাছে কিংবা
সুদূর
যে বলেছে প্রেম নেই
নীরব দৃষ্টি রাখো, চোখেতে খানিক.........