একাই অসন পরে বসে আছো
অসামান্য প্রতিভূ ঈশ্বর।
নীচে তব বেদীতলে কত যে
বঞ্চনা চলে
কত প্রাণ কত বলিদান ।
তুমিতো দেবতা শুধুই
ধন,মান আর প্রতিদানে ।
পূজা চাও  পূজ্য তুমি
নিস্পৃহ ভূতলে ।
লাখো তব শ্রীচরণে
অশ্রুধারা বরিষণে
কত কিছু মানতের ছলে
তুমি তো নিষ্ঠুর প্রভু
অন্নধারা বহে শুধু
প্রসাদীর পাষাণের দলে
ভুলে ও কি পশে তব
নিষ্ঠুর ও কর্ন কুহরে।