উৎকর্ষে রিবেট দিলে
দাঁড়াতে হয় লাইনে ' নির্বিবাদে
পরিক্রমার মত
রিবেট পেতে
মধ্যিখানে এসে দাঁড়ায়
উৎকর্ষের ছুঁচো ইদুর পর্যন্ত _
পৃষ্ঠার ভাঁজে ' উৎবোধনের মহাযোগে
মুখস্ত বলে সেও _


বেঁচে থাকার
' অন্ন বস্ত্র জলের
দৈনিক স্তুতি
আহ্নিক, ট্যাটু টাঙিয়ে
স্মরণ রেখে
যপতপের একশো আট
পাঁচালি তন্ত্র নামে


চেনা যায় না ঝুপড়ি বলে
বন্দোবস্তের খেরো খাতায় রিবেট আছে বলে
দো বেলা গোঁড়ালি এঁটে
মধ্যে দাঁড়াবার ধুম !


এখানে কেউ কারুর সৎকার টের পায় না
অথচ বনিয়াদ বলে
বন্দোবস্তে কারচুপি নেই I
হাওয়া নেই কেন
রোদ নেই কেন ' মানুষ নেই কেন_
বলে হা ' পিত্যেশের নাল্ ফেললে
নলি কেটে বুঝিয়ে দেওয়া হয়
আছেন না পটকেছেন


লাইনে দাঁড়াতে হয়
শর্করা কমে গেলে
ছুঁচো ইদুর মানুষ ক্রমান্বয়ে
উৎকর্ষে রিবেট দিলে, মেনে নিতে হয় সবটায় !