বিষেও উন্মাদনা থাকে
লোভের প্রকার
কিছু লোভ ধিকিধিকি জ্বলে
আঁকাবাঁকা কিছু লোভ
আজীবন
যোগীর মতন !


মন্ত্রপূতঃ জলেও অতল কারসাজি
ঘরেও বিবিধ প্রকরণ
চেলা বোঝে গুরুর দাওয়াই
নিধনের শেষেও অগাধ নিধন I


আহ্লাদ সন্ন্যাস নিলে
যোগের ব্যাপারী বাঁধে ঘর
সংসারীও সুযোগমতন
পেতে রাখে যোগীর আদর !


মন্দিরও গৃহীর সমাগম
পৃজা অন্ন মন্ত্র বিনিময়
একই মন্ত্রে বিষক্ষয় আর
বিষধর মারণের জয় !