ছোঁও তো দেখি বিপন্ন এই মন
হাত রাখো এই নির্জনতার ঘরে
গড়ে দেখাও সব হারানোর সাথী
কাঁধটা মেলাও সঠিক অবস্থাণ I
দাঁড়াও দেখি সবহারাদের পিছে
অশ্রু মোছাও অজস্র ঘর ছাড়া
ভারটা তোল একূল ওকূল হারা
ফেরাও তাদের এক ছাতেরই নিচে I


সবাই ঢালে তেলা মাথায় তেল
মোছাও দেখি দুখীর অশ্রুজল
যে শিশুটি বেগার খাটে কেবল
একমুঠো তার থালায় অন্নজল I
ভাঙছ তো খুব দুখীর সুখের ঘর
টানছ তারে অধিক নীচে আরো
ভেঙে দেখাও ধনীর অট্টালিকার
একেক ভিতের সোপান পরম্পর I


হানছ মারণ শোকের বুকের পর
শূল বিঁধেছ সুযোগ বুঝে যাদের
গড়তে পারো স্বাধীন পরোয়ানা
মৃত্যু যাদের কাড়ল কলঃস্বর I
পা' রাখোতো রিক্ত নভ্যোতল্
ভালোবাসার উদারতায় ভেসে
নিঃস্ব বুকে প্রাণের ছোঁয়া রেখে
গড়ে দেখাও মহামিলন স্থল I