যে ঋণ বাকি..........
""'"'''''''"""''''''"""''''"""""''''''
পথে যেন সমাজ নেমেছে
কারা ডাকে ঐ
আমিও যে উনুন জ্বালিয়ে
তাপে বসে রই।
ডাকে কেহ,কেহ বা পালায়
আপনার কারা
পথ জুড়ে আনাজ বেছানো
শব্দ,অর্থ হারা ।
মুখ উঠে নামে কতরুপে
কত তার ছল্
হরেক রসোই ঘিরে শুধু
আণবিক খাদ্যাঞ্চল।
কে আপন কোথায় অপর
খুনোখুনি খেলা
প্রজা চুপে সন্ধি কেনেন
হারেমের বেলা ।


'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


তবুও ঘুমিয়ে থাকে মানুষ
আলগোছে, ইচ্ছেমতন
ঘুমঘোরে বিস্ফারিত চোখ দৃষ্টিকে বিদ্রুপ করে
না জাগার হরেক বাহানা
পন্ডশ্রম ভেবে
চোখ ঢাকে অর্ধ ঈশ্বর
সময়ের ক্ষতস্থান ঢেকে ঢোক্ গেলে
ভ্রান্ত শ্রমিক !!