তারপর একদিন রেফারীর বাঁশি
বাঁজলেই উঠে যেতে হবে
ছুটে যেতে হবে, চলে যেতে হবে
বলে যেতে হবে I
ফুঁকলেই শিঙা কবিতা শব্দ হবে,কাব্যের ঝড় হবে
সুর বেয়ে গ্যালারীর শৃঙ্খলা ভেঙে
উঠবেই শোরগোল হৈ চৈ
চলবেই সভাদের চাপান উতোর I
খুললে কবাট দরাদরি সরাসরি
কোলে কাঁখে গড়বেই অমানত্
কে কার ওপর l
রেডি স্টেডি বললেই
শুরু হবে দৌড়,অলি গলি রাজপথ ভরবেই
অকাল জনতা l
ক্লাশগুলো চলবেই শাব্দিক ব্ল্যকবোর্ড
একে দুয়ে প্রগতির সংগীত
লাইনগুলো দজ্জাল ফুঁকবেই সুদূর যাপন
ঘড়িগুলো জাগবেই,জানাবেই
সময়টা এই শুরু l
ঝামেলারা জুটবেই জ্বালবেই রোষানল
দেখাবেই বাহুবল, কে কত
প্রভাবী l
চলবেই স্বাধীনতা যে যেমন
ভাঙবেই নিয়মের বেড়ি l
পাশা খেলা খেলবেই একালের বাদশা
ঘুঁটিজুড়ে বসবেই সভা
দ্রোপদীর ঘরজুড়ে বাঁধবেই শংসয়
সাত পাঁচ সে জাতের খেলা l