করা কড়ি যা ছিল অতীত
আজ শুধু বিপ্রতীপ খেলা
কাঠ রেখে মুখাগ্নি চিতায়
বাহকের ছোঁয়া ছুঁয়ি পালা


ডাঙা জল সবেতে কঙ্কাল
নাড়ি কেটে শব যাত্রা শুরু
কাঁচি হাতে পরম নির্ণেতা
ঘরে ঘরে অগাধ শিক্ষাগুরু।


এ শুধু ভস্মের নামান্তর
মানুষেরা ফিরে গেছে কবে
ভরসার হৃদয় সেঁচেছি
মিলেছে মুষ্টি ধূলা বিপন্ন মোচ্ছবে।


ও আমার জহ্নু (আদর করে জাহ্নবী) হৃদয়
তাপে উত্তাপে মুষ্টি আতপ রেখ
বৈঠকী বেলা
আমার এ দৈন্য কেড়ে নিতে
এস ঠিক্ নৈঋত বেলা।


--------"-""""----"----------"-----