1)


দোলনায় ব্যপক দুলেছি,
ঝুলিয়েছে ওরা
মৃত ভেবে ছেড়ে গেল যারা
মগ ডাল বুঝিয়েছে


রুদ্ধ মাটির ফাঁক চুঁইয়ে আলো আশা আসে !


2)


দিন মাস কাল বদলায়
শোষক একই থাকে
প্রতিদিন তার ছায়ার বৃদ্ধি হয় !


3)


অযথা সমাজে কে দাঁড়াবে
বসবে কে শোবে
সবটাই জমা হয়ে থাকে
সময়ের নির্ভুল হিসেবে !