এখানে কাব্যে আছে
আরেক ঈশ্বর
তীর্থ জুড়ে তার
সমূহ শান্তি পাশে বিশ্ব চরাচর ।
জীবন বিছিয়ে রাখে
তিনি এসে
দিব্য দেন স্বয়ংভূ আলোকে।


সে এক প্রণয়কাল্
বিচূর্ণ সকাল
রেখে যাওয়া শব্দের পাশে
কারা যেন
ক্ষমা খোঁজে আজীবন
ক্ষুব্ধতার পাশে।
পাশে তার খন্ডিত শোকে
আলোক জ্বলেছে
সাজিয়েছি পাতার চিবুকে
নিরুত্তর সবটা আকাল।
______________________