কবিতারা দোল্ খায়
দোল্ তো খাবেই,যতটুক খালি ছিল
তালি দিয়ে জোড়া হল
অবশেষে বাকিরাও বুঝি খাপছাড়া হল
এ দিনের সে দিনের
গোলাগুলি শেষে সব,কবিতার দোলনায়
দোল্ তো খাবেই !


ওরা সব গাল্ দিল
গাল তো দেবেই, দায়সাড়া হতে গেলে
চোখ,মুখ সব ঢেকে
এর তার ঘাড়ে বসে জাব কাটবেই
ঝামেলায় কে বা যায়
আটঘাট বেঁধে সব দলে নামবেই
গাল্ তো দেবেই !


কি যে বলি বুঝিনা
কিছুটা পেঁচিয়ে গেছি কিছুটা মুড়িয়ে
এদিক সেদিক চেয়ে
নিজেকে গুছিয়ে খুব লজ্জায় ধারেকাছে ঘেঁষিনা
পাছে লোকে খুঁত্ ধরে
হাঁটি চলি বলি খুব গোপনে
শুনেছি পাড়ায় নাকি ইদানিং চর্চা
কে কত ভদ্র আর
কার কত ইজ্জত্ এইসব জোরদার চলছে
কি যে বলি বুঝিনা যা-ই বলি
হয়ে যাই টার্গেট তাই কিছু বলি না।


কবিতায় থাকা ভালো
চুপি চুপি শোন তাই বলছি
যা-ই ভাবো চুপচাপ লিখে দাও কবিতায়
ঘরে পিঠ
ঠেকে গেলে শিখেছি
কবিতায় থাকা ভালো
মনে আসা কথাগুলো কবিতায়
বলছি l