জীবন আর আমি
কে কত প্রাসঙ্গিক
বেরঙীণ সুর আর সুরার মিথ্যে সন্তুষ্টি
কিছু উদভ্রান্ত ঝড় আর
পোড়া স্তূপের এক মুষ্ঠি অস্তিত্ব.......
শেষ মন্ত্র যপে উঠে গেছেন স্রষ্টা
প্রসাদের অন্তিম ভোগে অসংখ্য পূণ্যার্থী
পূণ্যলোভী মাছির মত উন্মুখ
আমিও অদৃশ্যে রয়েছি
যদি সান্ধ্য সংগীতে
স্রষ্টা এসে বসেন তার মন্ত্রপূঃত জলে
ঝড় থেমে যাবে
জীবাশ্ম ছেড়ে উঠব আমি
হয়তো..........
.
বানিয়ে বলার মত অবশিষ্ট নেই আর
শেষ সম্বলটুকেও উপদ্রুতের নোটিশ
পাত গড়িয়ে জলের হিসেব নিতে সঠিক কোন
পাত্র নেই আজ.....
দক্ষিণার একদলা গ্রাসে
মানুষ পশুর মুখ, উদগ্রীব হয়ে আছে
এখন কেউ কারুকে
কামড়ায় না আর.....