আরেক পৃথিবী ,ঢেকে দেয় স্পৃহা
পাঁজরে ফলানো রোদ্দুর
জ্যোৎস্নারা হাঁটাচলা ছাপ ফেলে গেছে
আলাপের দেহমনে
আনকোরা কৃষ্টির ধূলিমাখা,  বিগত সম্প্রীতি!


সেদিনের পরিণত শেকড় শৈশবে
জন্মাবধি পর্ণমোচির আবাসন
আজও তার বর্ধিত শাখে
কামনার ফল ধরে , লুট হয় ফুটন্ত যৌবন !


তুমি কি আমার পরে আজও রাখো চোখ
বৃষ্টির আধোভাঙা ক' ফোটা চিবুক ?
সেদিনের চোখ ভেজা রুপোলী সুদূর
মজে আছো আজো কিছু কিশোরী ঘুঙুরে !


অনাবাদী মুখে যার আজন্ম জ্বরা
আজও তার অব্যাহত দ্বারে
খুঁজে ফিরি সময়ের মলিণ পৃষ্টায়
আমাদের জন্ম হয় মৃত্যুর পরে !