আহা ! নোলক এ মন বুঝি পাথরের ?
অনাদায়ী তকমায় লিস্টি নেই বলে
ফেলে দিলে
যাবৎ পরিধি

চরিত্তিরে ব্যবচ্ছেদ হলে
মনেও শর্ত লাগে

গড়িয়ে দিলেই, ঢাল বেয়ে গতিবেগ
অস্তিত্বে বয়ে চলা নিমিত্তের মন
এরপর সবটাই নোলকের
পাত্রে রাখা তরল নিয়তি, দোষ বলে কিছু নেই I

কে বলে বৃত্তান্তের ছকে উন্মাদন নেই
মনিষীর তন্ত্র গেড়োয়, তামাম রসদ -

রাজা ছোঁয় মন্ত্রী ছোঁয়
রাজা ছোঁয় মন্ত্রী ছোঁয়
রাজা ছোঁয় --

কানাঘুষো পড়ে থাকে খড়কুটো হয়ে

লজ্জা বলে কিছু নেই l