একজন বন্দী করেছিল
আমার সার্বভৌম সম্পদরাশির লোভে
সদ্য কুসুমিত উত্তুঙ্গ প্রাকৃতিক
সৌন্দর্যে বিমোহিত ওরা
আমায় পরাল বেড়ি
উত্তরের সুবিশাল স্থাপত্যে তখন
প্রাচুর্যের হাতছানি অবতলে লুটিয়ে পরছে
স্থাপত্যরাজি
দক্ষিণে বিলাসিত সমুদ্র আহ্বানে
উল্লাসিত ক্যাম্প চত্তর
আমায় নিয়ে আবেগে মগ্ন
শরীরে হেঁটে চলেছে ভয়ংকর অণুপ্রবেশ
কড়া প্রহরা বুটের আওয়াজে
আমায় বিচ্ছিন্ন করা হচ্ছে
অদূরে শবযাত্রার শেষ যান্
তার আগে


জড়িয়ে ফেলতে হবে একাধিপত্যের
শৃঙ্খল
জীবন যৌবন বন অরণ্যে সব


আমার যন্ত্রণা হাহাকারের
একরাশ কালো ধোঁওয়ার পর
উত্তাল মাটি ফুরে বেড়িয়ে এল ওরা


চতুষ্পার্শে তখন
আরেক পক্ষের দাপাদাপি
শৃঙ্খল মোচনের উত্তাল
জনরোষের বেসামাল
ব্যরিকেড


একঝাঁক তাজা প্রাণ
উৎসর্গিত


মৃত্যু অথবা জীবন
হেলে যাচ্ছে মসনদ একতন্ত্রের
একাধিপত্য


বদল হচ্ছে স্বৈরতন্ত্র
আর্ত চীৎকার অগনিত লাশ
রক্ত গঙ্গায় স্নাত হষ়ে
আমি এসে দাঁড়ালাম মিনার ময়দানে


শপথের রক্ততিলক এঁকে
ত্রিরঙ্গায় সাজিয়ে ওরা
আমায় উপহার দিল
গোটা দেশটা ||