কাব্যের নাম প্রেম


চৈত্র পেরিয়ে কিছুটা শ্রাবণে
খোলা আকাশের নীচে দাঁড়ালেই
উড়ে যায় সম্ভ্রমের পলকা ওড়না
গাছ পাতার শাখে বেপরোয়া ডাকাডাকি
রিনিরিনি বেজে চলে
দুরুহ সংগীত
যন্ত্রণার ঘরদোর ঢেকে আমার সীমানা
চৌহদ্দির কাছে ছুটে চলে
তীর্থ , মুক্তি , প্রয়াগ সব
কবিতার ছলে আসলে আমি
নিজেকেই চিহ্নিত করি বারবার
জন্ম মৃত্যু স্পৃহা আমাকে
বাস্তবতা শেখায়


আমি
নিজেকে সাজিয়ে গুছিয়ে
প্যকেটিং ফয়েলে এন্ট্রি করে নিয়েছি
রক্ত মাংসে আর আমার
নবজন্ম হবে না ,  
ছত্রের প্রতিটি মোড়ে আমি ওদের
ছাড়পত্র দিয়ে ভুলিয়ে রেখেছি
আমি এখন ভুলে রয়েছি
শরীরের উচ্চচাপ , শর্করা , বায়োপ্সির
নেট স্বৈরতন্ত্র
ছেলেকে বলে দিয়েছি নেট ব্যলেন্সের
যাবতীয় বৈষয়িক
আমার স্পৃহার চুল্লিতে কুক্ষীগত
আমি এখন দীর্ঘশ্বাস নেব
আমার বেসামাল ওড়নায় নববসন্তের দূত্
আমি সরাসরি মেঘের নিচে দাঁড়ালাম
কাব্যে আমার মুক্ত আহ্বানের
উদ্দাম সুর টাল্ খায় দেহ মনে


কবি , কবি আমি
আমার কাব্যের নাম তাই প্রেম ||