এসো এবার


দ্যাখো মহোৎসবে
সেজে উঠেছে নগর
ভাঙা তোরঙ্গ সরে দু'পেয়ে কেবিনে
ঋদ্ধ ঝলক
সারে সারে নৈসর্গিক চোখে
আর কোন অবরোধ নেই,
নেই অবক্ষিপ্ত বলে বাতিলের অভিযোগ,
প্রাচীর করোটি মাড়িয়ে আজ
দাপটে বসেছে তূর্যখচিত দূত্
ওদের ঝলকে আলোকিত অস্তিত্ব,
পথ চেয়ে ফিরে গেছে বাসি খবরের ঋণ
মখমলী প্রসাদে কেবল মহাজনী সম্মাণনা।
মহামিলনের দ্বারে
ঐশি আলো চাই,হৃদয় ৺বিধিয়ে
উপরে তুলেছি শূল্,
কলজের দুই পাশে ছিন্নমূল ক্ষতের প্রলেপে
আলো জ্বেলে দেব সন্দিগ্ধ আরতির,
অস্তিত্ব জুড়ে ভগ্নাবশেষ পরচায় কিছু মন্তব্য।


আসন কেটে বোস এবারে


ধূপ,দীপ সংযোগে মহামন্দ্রের পূর্তিযোগে
ইন্দ্রিয় পুনঃসংযোগে
স্থাপণ হবে সম্মেলন।
তার আগে পাথর চেপে নিই
৺পূজ রক্তের হাঙ্গামায় ছিটকে পড়ে যদি
অতীতের কার্বাঙ্কল।