" ও মা ,আমায় মেরে দিলি
   দ্যাখ্ পিঠ বিঁধে নেমে চলেছে হাত
   লুজ্ ইলাস্টিক বেয়ে
   ডাস্টবিন নরকের গোলাগুলি
জন্ম নিচ্ছেন ওরা, ব্রম্ম দেখছি মা,জন্মান্তরের ইহ্  


যেদিন পায়ের নঁখড়ে চেপে ধরেছিলি
ঘুমিয়েছিলাম , অবরুদ্ধ স্বরে আজ
প্রবল পিকেট
নুনে আজো ভারাক্রান্ত গলা
বুঝি! ঐ পশুটার ক্ষোভে
সেধে বল্ কে আর মেয়ে হতে চায়


আজ যারা নাগর হয়েছে
কাল তোকে মালা দিয়েছিলো।