এই তোমার চাবিগুচ্ছ
সেগুনমোহের জামদানী, সুখের বাসর,
আমার কাম কামনার
প্রতিটি স্বর্ণগুচ্ছ পরমায়ু '
উত্তরাধের পরমাকীর্ন প্রপাত আর
ত্রৈলোক্যের বিশ্বাস বিপর্যয়ের অন্তিম পর্যায়
এসে বস
ভূপতিত সৈন্যনিবাস !
কামলব্ধ সহগীতে
অর্থবহ হোক্ তামাম রুদ্ধলোক
অবতীর্ণ শষ্যের পাশে
হাঁটু গেড়ে বসব না' হয় সেইদিন
একান্তে ফেলে আসা নৈ:শের কাছে
আমি তুমি সব
যেদিন আমাদের বোধন হবে সূর্যোদয়ের সাথে
পৌরুষ চিড়ে ছড়াতে হবে পরমার্থের বীজ
এস সময়
রতিগুচ্ছ নিয়ে অভ্রভেদ করি
নিষিক্ত বীজ !
এই তোমার স্পর্ধতল ' ছোঁও, চুম্বন কর ঋষি
পরমার্থ পেতে নুয়ে দাও পৃথিবীর গতি
দেখ কেমন আঁওয়াজ ওঠে হেসে খেলে !