উড়াণ,একটি দৃশ্য
তারপর বৃত্তান্ত
শেষ অথবা শুরুর
পঞ্চামৃতের কৌটোয় সযত্নে রাখা
সুস্বাদু পরমায়ুর
বেড়ে ওঠা সংযোজন
ঝুলে পড়া কার্ণিশ সরিয়ে
লোকালয়ে এসে দাঁড়ানো
আলো বাতাস স্থলে
কেউ যেন নিরাকার
বলয়ে  
প্রার্থণা করছে,মানুষ হ'


তারপর অগভীর জলে
একবার নড়েচড়ে ওঠে
ক্ষয়ে যাওয়া সময়ের লাশ
গ্রহণের কালে পথভ্রষ্ট
জরাজীর্ণ শহুরে শরীরে
খিদেপায়' বলে দীর্ঘশ্বাস|


প্রশ্বাসে আবেগ জড়িয়ে
বাঁচি কিছুকাল
জটলা কাপড়ে কেউ যদি
নির্বাণ রাখে
পরিত্রাণ এসো দেখি কে সুন্দর
জীবন না তুমি .......