সেই নীড় নেই আর
সে মানুষ দরাজ হৃদয়
সেইদিন রেখেছিল হাত সবার উপর
ছুঁয়েছিল শোক থেকেছিল পাশে
নেই আজ বেছানো হৃদয় !


মুছে গেছে ফেলে গেছে
সবটুক স্মৃতিচিহ্ন নিয়ে
কোনখানে সে আর থাকবেনা জেনো
এসেছিল অকস্মাৎ নিয়েছে বিদায়
মরুক্ষেত্র জুড়ে আজ কেবল হাহাকার !


ডাকবেনা কেউ আর
ভালোবেসে খুব থাকবেনা পাশে
বলবেনা কোনদিন কোন অজুহাত
দেখবেনা ফিরে কতটা উচ্ছ্বাস
জানবেনা কাদের সমৃদ্ধি হল !


কে আর জোড়াবে
পিছু ডাক দিয়ে কে আর দাঁড়াবে
কাঁধে কাঁধ কে দেবে আশ্বাস
এ হৃদয় মরু আজ অন্তর্হিত সব
ডাকবেনা পিছু কেউ যে ছিল আপন !


সেদিন আপন ছিল
দুঃখগুলো সুখের মতন
একসাথে একই তারে বাঁধা
ছিঁড়ে গেছে সব
প্রবল প্রোকোপ মারী
দিয়েছে ফিরিয়ে একচ্ছত্র তট !