লুঠ হয়ে গেছে ভালো থাকা গুলো
ঘাড় গুঁজে আছে প্রশমন
একূলের ভাত ওকূলে খেয়েছে
তোলা তুলেছেন সম্ভ্রম ।
দুয়ার ভরেছে দেনাদার আর
জুয়া বাটপার ধান্দায়
ব্যপক খাতির দালাল রাজের
সুযোগের গতি কায়দায় ।
ওরা নিয়ে যাক্ শ্রমণ ফসলটুক
তার তুমি শুধু ক্রন্দন।
লুঠেরা আর্ত অতি কামার্ত হীন
ওই সন্মাণ বেঁচে দুর্দিণ ।
লুঠ হয়ে গেছে জনদরদের ক্রন্দন
জ্বলেনি আলোর রোশনায়
কেড়েছে ওরা দাবার ঘুঁটির চালে
ভালো থাকা সব পরিচয়।
মিথ্যাচারের কূটনীতি কায়দায়
দুলেছে ওদের সংসার
তোমার দুস্থ গোঠের দেরাজে
দাবী দাওয়াদের হাহাকার ।
খোলা চোখ নাকি বন্ধ দৃষ্টি
রোদ্দুরে কানামাছি
সব বাহানার শেষের খোরাক
ডাস্টবিন কাছাকাছি ¿
মৃত্যু দিয়েছে বিচ্ছেদ আজ
লাশের জয়োল্লাস
কেড়েছে তোদের সুখ চাবিটার
অন্তিম পরিহাস ¿
ভালোবাসা নয় খোসা ছাল আঁটি
অন্তরে বাস জব্বর
আসল নকল ঝলসে গিয়েছে
শত্রুর ঘাঁটি বরাবর ।
বুঝে গেছি আজ শত্রু শিবিরে আছি
এভাবেই বুঝি ঋণশোধ
জীবন সেজেছে মৃত্যুর ও্ৎ পেতে
হারিয়ে দিয়েছে বোধাবোধ ।
নাগরিক দেনা ঠেস দিয়ে আছে
কংসাবতীর ঘাঁড়ে
দূ কুল ছাপানো ঢেউ এসে আজও
আঙুল উঁচিয়ে ধরে ।