গল্প যখন ঠিক জমেছে চরিত্রদের মাঝে
ভিরমী লাগে মানুষ'টা কে,
স্টেজটা কোথায়, সিনটা কেমন, রং না বেরং
বহুরূপীর সাজে ।


বলার যখন ছিল, বোবা,হাঁটুর হোঁচট খেয়ে
ধান্দা হল মনের কোনের-
কোনটা প্রলাপ ; আলাপ কেমন
কোনটা কথা ; অপলাপের ভয়ে ।


কোনটা শহর ; আমার ,তোমার
তুমি বা কে ; আমার প্রমাণ ?
কে যে আসল ,নকল টা কে
খেঁই হারনোর ব্যপার ।


টলতে গিয়ে চোখ মেলেছি কে যে ছিল...............
কে যে থাকে ; ভিরমী ভিষণ -
ধ্বন্দ লাগে , দৃষ্টি এলে সে কি-
নকশাগুলো মকশো হল কেবল্ ?


.......................................................