তোর সদ্য থালায় লোভের ঝিনুকে
ধোঁওয়া ওঠা
ফেনির আঁতর।


আমি না থাকা মরদেহে কীটের দলে
হাভাত দৃশ্যে দেখছি
তোর শৃঙ্গার থালে
মখমলি
মালাইয়ের স্বস্ত্যয়ন
শান্তির পর্ব পেরিয়ে
কেমন
অঞ্জলি রেখে গেছে ।


আমি মুঠো খুলে উড়িয়ে দিচ্ছি
পরম কথামালার
ভাত,শাক্,সব্জীর অক্ষর থাল্।
তুই বেড়ে রেখে দিস্
যদি আবার
খাদ্য বাড়ন্ত হলে
উঠিয়ে দেওয়া হয়।