"বন্দুকের নলে খুঁচিয়ে মৃত্যু"
কবি পড়ছেন
আবৃত্তির সুরে - ধন্য ধন্য
শ্রোতাকূল !
ডায়াস উপচে শ্রোতা,জনতা।


বন্য দাঁতে কতিপয় জন্তু
খুচোনো মালটার্ তাকে -
কোন নালিশ হবে না, বাপ মা ব্যাস্ত
টাকা গোনায়, কড়কড়ে নোট।
গজিয়ে উঠছে ছোটটিও আড় চোখে
রঘুবীর ওর লতানো
নধর -ডগমগে, আগাম বখশিশ্ -
আহ্ ! জ্বলে উঠল চোখ !


ওর মৃত্যু  হলে কাগজ ছাপবে
কবি লিখবেন
কবি পড়বেন -
শ্রোতা শুনবেন -
উদ্বেলিত হবে সমাজ, খ্যাতি হলে
পুরস্কার। বলা যায় না
স্লাম ডগ মিলেনিয়াম - যেমনটি !


আচ্ছা পড়তে পড়তে কবি যদি গর্জে ওঠেন
যদি সহ্য ক্ষমতা হ্রাস পায়
হলসুদ্ধ সবাই চিৎকার করে ওঠে যদি
" বদলা চাই,বদল চাই"


তবে_