অসমান রোদের আড়ালে
অসুখ বিসুখ
মস্করা নিয়ে ৺বেকে গেলে ঘর
ঠোট তবু ভ্যংচায়
এ্যই ছেলে
দেহ নিবি নে না , কত আর দর
পিঠে তোর মস্ত ধরণ।


ওটুক তো অন্ন নয়
বিচ্ছিন্ন শমন
চল্ তোকে পৃথিবী দেখাবো
আলো জ্বেলে দিস্
বৃন্দাবন হলে ।


নতজানু কে কার বল্
তথাপি বাষ্প করে ছেড়ে দিলে
বুদ্বুদ শূণ্যতায়
রশিটা বাধিস
ওরা রসায়নে মেপে নিলে
অথৈ শূণ্যতে কার কত
পরিত্রাণ
তুই মুড়ে নিস গোটা দৃশ্যপট।


শুয়ে থাক গো শালের পাশে
পুলিশ বলেছে
ধামাচাপা দিয়ে
রেজিস্টারে নাম তুলে দেবে,
ভবঘুরে খদ্দের তুই
গলা,৺পচা, মাছি,মশা
অগাধ রসনা। আয় ধর্ হাত !!